
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ১০ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রমজান (৩৬), মোঃ সাফায়েত হোসেন (২৩), মোঃ জীবন হোসেন (২৩), মোঃ সুমন (৪২), মোঃ ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), মোঃ তামজিদ হোসেন রবিন (৩০), মোঃ ফজলুর রহমান রানা (৩৩), মোঃ মোস্তফা কামাল হাসান (৩৫) ও মোঃ শফিক (৩৬)।
আজ বুধবার দুপুরে র্যাব-১০ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিনুল ইসলাম দ্যা ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টা থেকে রাত আড়াইটা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল রাজধানীর গেন্ডারিয়া থানার সুইপার কলোনী ও ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা কালীন ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদার মধ্যে নগদ ১১ হাজার ৮ শত টাকা ও ৯ টা মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি (চাঁদাবাজরা) বেশ কিছুদিন যাবৎ রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন এবং তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।