ঢাকা,   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস
তিন মাস বেতন নেই এফডিসি কর্মীদের, নিশ্চুপ এমডি!

তিন মাস বেতন নেই এফডিসি কর্মীদের, নিশ্চুপ এমডি!

বলা জরুরি, এফডিসি হলো সরকারি প্রতিষ্ঠান। এখানকার সব কর্মকর্তা-কর্মচারীর বেতন সরকারের পক্ষ থেকেই আসে। তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান হলেও এর বেতন-ভাতা আসে অর্থ মন্ত্রণালয় থেকে। কিছু দিন আগে সেখান থেকে আসা এক চিঠিতে বলা হয়েছে, নিজস্ব আয় দিয়ে চলতে। এতেই বিপাকে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা। কারণ বহু বছর ধরেই এফডিসির আয়-রোজগারের অবস্থা নাজুক। এদিকে এমন দুরবস্থার মধ্যেও নির্বিকার-নিশ্চুপ রয়েছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। কর্মীদের আন্দোলনের সময় নিজ অফিস কক্ষে থাকলেও গণমাধ্যমের সঙ্গে দেখা পর্যন্ত করতে রাজি হননি। এছাড়া মুঠোফোনে কল দিয়েও তার সাড়া পাওয়া যায়নি। অগত্যা এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়ার দ্বারস্থ হতে হলো। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এমডি থেকে একেবারে পরিচ্ছন্নতাকর্মী, সবার বেতন বন্ধ। এখন এমডি স্যার কী করবেন, তার তো হাত-পা বাঁধা। তিনি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছেন, কিন্তু তারা টাকা দেয়নি।’ গত ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস প্রসঙ্গে এক আলাপে হিমাদ্রি বড়ুয়া জানান, বর্তমান সময়ে এফডিসির মাসিক আয় ৪০-৪৫ লাখ টাকা। সে তথ্যটির রেশ টানলে এ কর্মকর্তা বলেন, ‘ওই টাকা দিয়ে তো আমাদের সবার বেতন হবে না। এফডিসির মাসে ১ কোটি ২০ লাখ টাকার মতো খরচ। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনার জন্য। কিন্তু তারা সাড়া দিচ্ছেন না।’ আন্দোলনের মাঝে কর্মী

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়