ঢাকা,   শনিবার ২৭ জুলাই ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস
বেইজিংয়ে চীন-মার্কিন যুব সাংস্কৃতিক বিনিময় সফর শুরু

বেইজিংয়ে চীন-মার্কিন যুব সাংস্কৃতিক বিনিময় সফর শুরু

চীন ও যুক্তরাষ্ট্রের একদল তরুণ তরুণী বুধবার বেইজিংয়ে একটি সাংস্কৃতিক বিনিময় সফর শুরু করেছে। এই ইভেন্টটি   অল চায়না ইয়ুথ ফেডারেশন এবং চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ‘ভবিষ্যতের সেতু’ শীর্ষক চীন-মার্কিন যুব বিনিময় প্রোগ্রামের একটি অংশ। দুই দেশের তরুণ প্রতিনিধিরা গ্রেট ওয়াল ও ফরবিডেন সিটির মতো আইকনিক স্থানগুলো পরিদর্শন করে চীনের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করেছেন। তারা গ্রাম এবং শহরতলীতে চীনের পুনরুজ্জীবন বিষয়েও জানতে পেরেছেন। আগামী দুই দিনের মধ্যে, গ্রুপটি চীনের বিভিন্ন সরকারি সংস্থা এবং থিঙ্ক ট্যাঙ্কের তরুণ বেসামরিক কর্মী এবং পণ্ডিতদের সঙ্গে সংলাপ করবে।  উপরন্তু, তারা চীনের ব্যবসায়িক কার্যক্রম এবং নগর উন্নয়ন বোঝার জন্য উদ্যোগ এবং অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল পরিদর্শন করবে। "ভবিষ্যতের সেতু" চায়না-ইউ.এস. ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের লক্ষ্য চীনা ও আমেরিকান যুবকদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া, বন্ধুত্ব এবং সহযোগিতা বৃদ্ধি করা, একটি সুস্থ, স্থিতিশীল এবং টেকসই চীন-যুক্তরাষ্ট্রে সম্পর্ক নির্মাণে অবদান রাখা।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়