ঢাকা,   শনিবার ২৭ জুলাই ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস
চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট

চীন এবং গিনি-বিসাউ বুধবার তাদের সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং গিনি-বিসাউ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বেইজিংয়ে আলোচনার সময় এ ঘোষণা দেন। সি চিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন এবং গিনি-বিসাউ দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীর করেছে, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করেছে, বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারিত করেছে এবং আন্তর্জাতিক সমন্বয় উন্নত করেছে। তিনি বলেন, চীন গিনি-বিসাউকে স্বাধীনভাবে একটি উন্নয়ন পথ অন্বেষণে সমর্থন করে যা তার জাতীয় অবস্থার সাথে মানানসই। সি বলেন, চীন দুদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে, পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করতে, বাস্তবসম্মত সহযোগিতা প্রসারিত করতে, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অর্থকে ক্রমাগত সমৃদ্ধ করতে এবং গিনি-বিসাউকে আরও উন্নত জাতীয় উন্নয়ন অর্জনে সহায়তা করতে দেশটির সাথে কাজ করতে ইচ্ছুক। তিনি আরও বলেন, চীন গিনি-বিসাউ-এর অভ্যন্তরীণ নির্মাণের জন্য তার সামর্থ্যের মধ্যে সহায়তা প্রদান চালিয়ে যেতে ইচ্ছুক, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গিনি-বিসাউকে সহায়তা করার জন্য তার ধান বিশেষজ্ঞ এবং চিকিৎসা দল পাঠাতে থাকবে। এমবালো বলেন, গিনি-বিসাউ এবং চীনের বন্ধুত্ব অত্যন্ত দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ, যখনই গিনি-বিসাউ সমস্যায় পড়েছে চীন অমূল্য সহায়তা প্রদান করেছে, এই আচরণ গিনি বিসাউর জনগণ কখনও ভুলবে না। তিনি আরও বলেন, গিনি-বিসাউ চীনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে, এক-চীন নীতিকে সমর্থন করবে এবং তাইওয়ান প্রশ্নে তার মূল স্বার্থে চীনের অবস্থানকে সমর্থন করবে।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়