
গত সোমবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাস্তার পাশে অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় ম্যাজিষ্টেট নেতৃত্বে সদর থানা পুলিশ অংশ নেয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম দি সাউথ এশিয়ান টাইমস কে জানান, দীঘ দিন থেকে অবৈধ স্থাপনা কারণে অফিসে যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছিল, এছাড়া দীর্ঘদিন থেকে অবৈধ দখল উচ্ছেদ করা যাচ্ছিল না। প্রশাসন এ সময় সড়ক জনপদের পাশে থাকা স্থাপনা উচ্ছেদ করে।
এর ফলে যানজট নিরসন হবে।
প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, আমি যোগ দিয়েছি গত মাসে চেষ্টা রাস্ট্রীয় বেদখল মুক্ত করা, শৃংখলা ফিরিয়ে আনা।
বিভিন্ন সূএ জানান, রাজনৈতিক ছএ ছায়ায় বিভিন্ন এগুলো দখল হয়। চাঁদাবাজি একটি ক্ষেএ বলা যায়।