
সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেন্ট)
ময়মনসিংহ জেলার ফুলপুর- তারাকান্দা সংসদীয় আসনের সাবেক এমপি আবুল বাশার আকন্দ বলেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা যদি ঠিক থাকে তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন আমিই পাব ইনশাল্লাহ ।
বৃহস্পতিবার ২১আগষ্ট তারিখে সন্ধ্যা ৭:০০ টায় ফুলপুর বাসস্টেশন সংলগ্ন ঘাসফড়িং রেস্তুোরায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে বর্তমান সরকার অনেকটাই পরিচালিত হচ্ছে বলে আমার মনে হয়, সুতরাং আপনারা সত্য লিখে যান। সম্প্রতি ঘটে যাওয়া ফুলপুরের ৫ নং সদর ইউনিয়নের আলোকদির মার্ডার,ব্যবসায়ী আব্দুল জব্বারের মৃত্যু, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ৫ আগস্টের পর ফুলপুর -তারাকান্দায় রোড ডাকাতি,চাঁদাবাজি ও সন্ত্রাসীদের খবরা-খবর তেমনভাবে প্রচার হচ্ছে না বলে তিনি দূঃখ প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে
তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মধ্য দিয়ে এসব অপকর্মের ছবি তুলে ধরলে সমাজ অনেকটাই উপকৃত হবে। এমনকি আমার কোন অপরাধ থাকলে তাও তুলে ধরেন। তিনি ফুলপুর বাসির উদ্দেশ্যে বলেন আপনাদের পাশে আজীবন ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবো ইনশাআল্লাহ।
আমি ফুলপুর তারাকান্দার জনগণ সহ সর্বসাধারণের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই এবং সবার দোয়া চাই।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।