
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি রাস্তা বেদখল করে জনদূর্ভোগ সৃষ্টি এবং অনুমোদনহীন বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকায় বালুঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এসময় অভিযানে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের একটি ঘটনার সঙ্গে জড়িত একটি ড্রেজার মেশিন ও আনুমানিক ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন সরকারি রাস্তা, খেলার মাঠ, পার্ক বা জনসমাগমের স্থানে বালু স্তুপ বা ব্যবসা জনদূর্ভোগ সৃষ্টি করে। এটা আইনবিরোধী। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালমান থাকবে।