ঢাকা,   বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস
Header Advertisement
১৭ দিন পর মুক্ত বাতাসে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা

১৭ দিন পর মুক্ত বাতাসে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা

ভারতের উত্তরাখণ্ডের উত্তর কাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা শুরু হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত আটটা ২৭ মিনিটের দিকে প্রথম শ্রমিককে বের করে আনা হয়। রাত ৯টা ১০ মিনিটের মধ্যে সব শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হচ্ছে, উদ্ধারকৃত শ্রমিকদের সেবায় সেখানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানেই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সুড়ঙ্গের মুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।

২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন

২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন

গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের পর আটক করে কারাগারে পাঠানো হয় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির অধিকাংশ নেতাকে। এদিকে গ্রেফতার এড়াতে নিশ্চুপ হয়ে যান অধিকাংশ কেন্দ্রীয় নেতা। কেউ কেউ আত্মগোপনেও চলে যান। সরকার পতনের আন্দোলনে দলটি ধারাবাহিকভাবে অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়ে এলেও কেন্দ্রীয় নেতাদের রাজপথে দেখা যায়নি গত এক মাসে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা ও ঢাকার বাইরেই মূলত এসব কর্মসূচি পালন করে আসছিলেন। গত এক মাস ধরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সড়কে ও ভার্চুয়ালি সরব আছেন। এরপর গত সপ্তাহ দুই ধরে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীও অবরোধ ও হরতাল সমর্থনে ঢাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। তারা ছাড়া অন্য কোনও কেন্দ্রীয় নেতাকে এতদিন যায়নি। তবে মঙ্গলবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় কয়েকজন নেতাকে বিভিন্ন আয়োজনে দেখা গেছে।

মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা

ভারতের মনিপুর রাজ্যে গত কয়েক মাসে প্রায় ছয় হাজার অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে দুই হাজার অস্ত্র উদ্ধার করা হলেও বাকি চার হাজার অস্ত্র এখনও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে রয়েছে। এর মধ্যে মাসখানেক ধরে মিয়ানারের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতেও সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাধুনিক অনেক অস্ত্রও এখন সশস্ত্র গোষ্ঠীর হাতে। দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সীমান্ত পেরিয়ে এসব অস্ত্র দেশের ভেতরে আসতে পারে। এজন্য আগে থেকেই সীমান্ত জেলাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এসব অস্ত্র যাতে আসন্ন নির্বাচনে ব্যবহার হতে না পারে, সেজন্যও নেওয়া হয়েছে আগাম সতর্কতা। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি অপারেশন্স) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাইরের কোনও অস্ত্র যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সব সময় সীমান্ত জেলাগুলোকে সতর্ক থাকতে বলি। এছাড়া সীমান্তের দায়িত্ব বিজিবির, তারাও এ বিষয়ে সতর্ক রয়েছে।’

মধ্যরাতে মহাসড়কে চলন্ত পিকআপে আগুন

বিএনপির ডাকা অষ্টম দফা অবরোধের আগের রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার সলঙ্গা থানার মহাসড়কের পাঁচলিয়া ও নলকার মাঝামাঝি আজিজ ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরিবহনে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া ৩টার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে রাস্তা একটু ভাঙ্গা থাকায় একটু গতি কমে। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত মশাল জাতীয় কিছু দিয়ে পিকআপটি সামনের সিটে আগুন ধরিয়ে দেন।

আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল, হামাস ছাড়লো ১২ জিম্মিকে

হামাস-ইসরায়েলের মধ্যকার সমঝোতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অপরদিকে ১২ জিম্মিকে মুক্তি দিয়েছ হামাস। যুদ্ধবিরতির পঞ্চম দিনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই জিম্মি বিনিময় হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ১০ ইসরায়েলি ও ২ বিদেশি নাগরিক জিম্মিকে হামাস মুক্ত করার পর ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। ৩০ ফিলিস্তিনির মধ্যে ১৫ শিশু ও ১৫ নারী। সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, রেড ক্রসের একটি বাস ফিলিস্তিনের মুক্তিপ্রাপ্ত ৩০ জনকে নিয়ে পশ্চিম তীরের ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে ছেড়ে গেছে।

শরিকদের মনোনয়নের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ

আওয়ামী লীগের শরিকদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   আজ (শনিবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।   তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ কেমন আসছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড। এছাড়া কতজনকে বাদ দেব, কতজন রাখব এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে। এক সাংবাদিক জানতে চান, শরিকদের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কী— জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। আমরা শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হয়। আমাদের প্রতিপক্ষের যদি একটা বড় জোট হয় সেটার বিপরীতে আমাদের জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব। প্রয়োজন না থাকলে জোট করব না। জোট করব যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।

Header Advertisement
Advertisement
Advertisement
Header Advertisement
Header Advertisement
Header Advertisement