সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেট)
আজ ১৪ মে মঙ্গলবার ময়মনসিংহ শহরের নওমহলে নির্মানাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ১ টি মামলায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ময়মনসিং৯ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যহত থাকবে। আজ অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।