রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এশিয়ার পঞ্চম বাণিজ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল আলম নীরব।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাণিজ্যের প্রসার দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই আজ উন্নয়নের মূল চালিকাশক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের গভর্নিং বডির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ–সভাপতি মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন, শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজিব এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. তসলিম আহসান মাসুম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সার্বিক সহযোগীতায় ছিলেন সাবেক ছাত্রনেতা এনায়েত হোসাইন ফোরকান ও ফেরদৌস আহমেদ লিটন, যুবদল ঢাকা মহানগর উত্তর।
মেলার আয়োজনে ছিলেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া।
এশিয়ার বিভিন্ন দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে সাজানো এই বাণিজ্য মেলায় দেশীয় উৎপাদিত সামগ্রীসহ শিল্পপণ্যের প্রদর্শনী ও বিক্রয় চলছে। উদ্যোক্তা–ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণই মেলার মূল ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে।





































