তেজগাঁও প্রেস ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এ দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রবিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর সাবেক ছাত্রনেতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবুল কালাম সিকদার (একে শিকদার) এবং বিএনপির ঢাকা উত্তরের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর পাটোয়ারী বাবু, শের- এ - বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সালামত খান সজিব,সাবেক ছাত্র নেতা ও তেজগাঁও থানা যুবদলের সভাপতি এস এম আওলাদ হোসেন, সাবেক শের-এ-বাংলা নগর থানা যুবদলের সভাপতি আতিকুর রহমান অপু, সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খাইরুল ইসলাম সেলিম।তেজগাঁও থানা যুবদলের আহবায়ক বাবু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সহ-সভাপতি দিদারুল ইসলাম (ভার্চুয়ালি ,) প্রশিক্ষণ সম্পাদক শাহ আলী জীবন, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম শেখ, দপ্তর সম্পাদক মিরাজ ইসলাম, প্রচার সম্পাদক এমদাদুল্লাহ এমদাদ, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হাবিব, আল-আমিন, আরিফুর রহমান কিরন, মনোয়ারুল ইসলাম, রাসেল সরদার, মাহবুবুল ইসলাম অক্ষর, মোঃ ফারুকসহ, সুমন অন্যান্য অতিথিবৃন্দ।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ এবং প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরা হয়।



































