সেকান্দরআলী ( স্টাফ করেসপন্ডেট)
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে
বৃহস্পতিবার ৮ই জানুয়ারি সকালে ময়মনসিংহের পুলিশ লাইন কাটাখালি এলাকায় অসহায়, গরিব ও প্রতিবন্ধীদের মাঝে ছয়শত কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত শীত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।
তিনি বলেন,পৌষ মাসের তীব্র শিতে বিভিন্ন অসহায় গরীব ও প্রতিবন্ধী মানুষেরা শীতে চরম দুর্ভোগে রয়েছে। এসব চিন্তা করেই আমরা শীতের কম্বল বিতরণের জন্য উদ্যোগ নিয়েছি। তবে আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কাজই হচ্ছে নগর উন্নয়ন সহ ময়লা আবর্জনা, ড্রেন পরিষ্কার করা। তারমধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে মশার আক্রমণ যেন না হয় সেজন্য কর্পোরেশনের পক্ষ থেকে সচেতনামূলক ব্যবস্থা নেওয়া। আপনারা জানেন ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশারীও বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজিদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । তিনি বলেন, শৈত্যপ্রবাহ সামনে আরো আসতে পারে। তার অংশ হিসেবে সিটি কর্পোরেশন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





































