
সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেট)
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৫ ও ১৭ নং ওয়ার্ডের গুলকিবাড়ি ও বাঘমারা এলাকায় নগর মাতৃসদন কেন্দ্রের নবনির্মিত তিনতলা ভবনের ১৬/০৯/২৫ তারিখে বিকেল ৩ টায় এই উদ্বোধন করা হয়।
ময়মসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ এর বিভাগীয় কার্যালয়ের সন্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে মসিকের নবনির্মিত স্বাস্থ্য সেবা কেন্দ্র ও মার্তৃসনদ কেন্দ্রের উদ্ধোধন করেন অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
উপদেষ্টা ভার্চুয়ালী যুক্ত হয়ে সারাদেশে ১১টি নগর স্বাস্থ্য কেন্দ্রে ও মাতৃসদন কেন্দ্রের নবনির্মিত নতুন ভবন উদ্বোধন করেছেন।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জেহাদী।
উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন-ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ।
এসময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ,ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফন নাহার, ময়মনসিংহের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার সালমান রহমান রাসেল,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইন্জিনিয়ারি, সিটি কর্পোরেশনের স্ব্যাস্থ্য বিভাগের ইনচার্জ ডাক্তার এইচ.কে দেবনাথ, মসিকের প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, মসিকের প্রকৌশলী জহিরুল হক,সদর উপজেলার প্রকৌশলী ইন্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সরকার, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঠিকাদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসব নগর স্বাস্থ্য সেবাকেন্দ্রে নাগরিকগণ গর্ভবর্তী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা,প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদান,পরিবার পরিকল্পনা, নবজাতক ও শিশু সেবা, সংক্রামক ও সাধারণ রোগের টিকা এবং চিকিৎসা ইত্যাদি সেবা প্রদান করা হবে।
এছাড়াও এ স্বাস্থ্য কেন্দ্রের আওতায় কেন্দ্রের পাশ্ববর্তী ৪৮ টি পয়েন্টে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে নাগরিকদের কাছে গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।