সেকান্দর আলী (ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোডাউন ও দোকান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৬/১২/২৫ তারিখে শুক্রবার সকাল ১০ টার দিকে অগ্নিকান্ডে ফুলপুর পৌর এলাকার হালুয়াঘাট রোডে ইলেকট্রনিকস মালামালের গোডাউনসহ কয়েকটি দোকান পুড়ে যায়।আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দক্ষ টিম ও ফুলপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য যে, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোডাউন ও দোকান পরিদর্শন করেছেন।




































