"দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দূর্নীতি বিরোধী তথ্য চিত্র টাউন হল প্রাঙ্গণেএডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি।মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ পরিচালক রণজিৎ কুমার কর্মকার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুদকের উপ সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা আক্তার জান্নাত।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী বলেন, দূর্নীতি হচ্ছে বাংলাদেশের গুরুত্ব পূর্ণ সমস্যা। আমরা নিজেরা দূর্নীতি করবোনা, অন্যকেও দূর্নীতি করতে দিবনা। তিনি বলেন, আসুন সবাই মিলে একটি দুর্নীতি মুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি।