সেকান্দর আলী (ময়মনসিংহ )
ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে 'টাইফয়েড টিকাদান ক্যাম্পইন ২০২৫' শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১৪ তম দিনের টিকাদান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ।
পরিদর্শন কালে তিনি ক্যাম্পেইনের সকল কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের টিকাগ্রহণে উৎসাহ প্রদান করেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য সিটি কর্পোরেশন পর্যায়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশেন এলাকায় টিকাগ্রহণের হার সর্বোচ্চ (৯৭.১১%)।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব ডাঃ প্রদীপ কুমার সাহা, পরিচালক (স্বাস্থ্য), ময়মনসিংহ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাঃ এইচ.কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব এ এইচ এম আরিফুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উচ্চপদস্থ কর্মকতা এবং মসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





































