বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রত্যয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বেঙ্গলি লিটারেরি সোসাইটি বা আইএলএস’র আয়োজিত ৩য় বার্ষিক বই মেলা ও সাহিত্য-সংস্কৃতির মহামিলন অনুষ্ঠিত হলো ২৬ ও ২৭ জুলাই নিউইয়র্কের রকল্যান্ডে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনুষ্ঠিত দুই দিনের এ উৎসব রূপ নেয় বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত উৎসবে।