
নিউইয়র্কে রকল্যান্ড কাউন্টিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির তৃতীয় বার্ষিকী উপলক্ষে রক ল্যান্ড রিট্রিট এন্ড বুক ফেয়ার নামে আগামী ২৬ থেকে ২৭ জুলাই এ অনুষ্ঠানের আয়োজন করছে। সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডক্টর ধনঞ্জয় সাহা এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটের জুইস সেন্টারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিশ্বের ভিন্ন ভাসি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং শরীর, মন ও আত্মার বিকাশ সাধনের পাশাপাশি অটিস্টিক তরুণ তরুণীদের লেখা সংগীত এবং শিল্পের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশের প্রতি এবার মনোযোগ দেয়া হয়েছে। এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে সোসাইটির অন্যতম সদস্য ডক্টর অনি মিতা সাহা, সোসাইটির উপদেষ্টা সাগর লোহানি, প্রজ্ঞা নিউজের কর্ণধার উত্তম সাহা ও প্রজ্ঞা ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রজ্ঞা সাহা উপস্থিত ছিলেন।
ধনঞ্জয় সাহা জানান, দুই দিনের এই অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে কবি, লেখক, শিল্পী, পাঠক, শিক্ষাবিদ এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিভাবানরা অংশগ্রহণ করবেন। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা থ্রিফল্ড কমিউনিটিতে এ উৎসব অনুষ্ঠিত হবে। এবারের মেলার থিম, পিঠা: বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে পিঠা।
প্রাগ উৎসব শুরু হবে ২৫ জুলাই শুক্রবার। মূল উৎসব ২৬ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কবিতা পাঠ, ছড়া ও ছোট গল্প উপস্থাপন। এ আয়োজন বাংলা সাহিত্যের প্রবাসী ইতিহাস নিয়ে করবে এবং অংশগ্রহণকারীরা একে অপরের চিন্তা চেতনার সঙ্গে পরিচিত হবেন।
27 জুলাই রবিবার ডক্টর হাওওয়ার্ড রেংকিং লেখালেখি এবং চিন্তা প্রকাশের উপর আলোকপাত করবেন। এই অনুষ্ঠানে যোগদানের জন্য রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন ফি ৭৫ ডলার।