
সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেট)
মঙ্গলবার ২৭ মে, ২০২৫ তারিখে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব মোখতার আহমেদ তাঁর পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী ঝিনাইগাতী উপজেলা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি
১। খরিপ/২০২৪-২৫ অর্থবছরের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন,
২। উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী শেরপুরের অফিস পরিদর্শন ও উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে বৃক্ষরোপণ,
৩। ঝিনাইগাতী উপজেলার ০৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন,
৪। ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন,
৫। উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় তিনি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচানা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্যকালে তিনি বলেন "কৃষক হাসলে বাংলাদেশ হাসবে" উল্লেখ করে ফসলের ন্যায্য দাম নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক, শেরপুর ; অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ; উপজেলা নির্বাহী অফিসার; উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(শেরপুর) ; অফিসার ইনচার্জ(ঝিনাইগতী থানা) ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।