
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে সাপাই নদীর জলজ আগাছা (কচুরিপানা) পরিষ্কার করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে নদীর জল প্রবাহ। সেইসাথে নদীর ওপরে সেতুটি ঝুঁকিমুক্ত হলো।
বৃহস্পতিবার উপজেলার কোকডহরা ইউনিয়নের আগচারান এলাকায় নদীতে পরিষ্কার অভিযান হয়। চলবে আরো কয়েকদিন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের এ ব্যতিক্রমী উদ্যােগে এলাকাবাসী প্রসংশা করেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দস সামাদ খান বলেন নদীতে অতিরিক্ত পানার কারনে পানি সঠিকভাবে যেতে পারে না। ফলে নদীর ওপরের সেতুটি ঝুঁকিতে ছিল। পানা অপসারণ করার ফলে এখন পানি স্বাভাবিক গতিতে যাচ্ছে এবং সেতুটি ঝুঁকিমুক্ত হলো। জনস্বার্থে এ ধরনের কাজ অবশ্যই প্রসংশা করি।
ইউএনও খায়রুল ইসলাম বলেন নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত এবং সেতুর সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের উদ্যােগে এ ধরনের অভিযান চলমান থাকবে। যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়।