নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জয়াগের পৃর্ব যুগিখিল পাড়া আবদুল সাত্তার বাড়ীতে এক প্রতিবন্দ্বী পরিবারের উপর সন্তাসী হামলা হয় গত ১২ তারিখে । এতে আহত হয় প্রতিবন্দ্বী ২ শিশু, মা বোনসহ ৫ জন।
আহত পরিবার সোনাইমুড়ী থানা গেলে তারা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে আদালতে তারা অভিযোগ দায়ের করেন। আদালত ঘটনার বিবেচনায় জেলা ডিবি কে তদন্ত নিদের্শ দেন।
অভিযোগে জানা যায, স্থানীয় সন্তাসী ইউসুফ ও সবুজের নেতৃত্বে ১০ /১১ জন যুবক হামলা করে ও , অশ্লীল গালাগাল করে, এ সময় ব্যাপক ভাংচুর করে। হামলার সময় ঘরের মালিক কৃষক জাহাঙ্গীর বাড়িতে উপস্থিত ছিল না। ঘটনার বিবরনে আরো
প্রকাশ , একই বাড়ীর ৩ পরিবার এক পানির টাংকি থেকে খাবার পানি ব্যবহারে ঘটনা কেন্দ্র করে মুলত হামলার পরিকল্পনা করা হয়। আহত জাহাঙ্গীর অভিযোগ করেন, বিদেশ কাতারে অবস্থানরত অপর মালিক সবুজ সন্তাসীদের হামলার জন্য ভাড়া করে এই হামলা পরিচালনা করা হয়্ । জাহাঙ্গীর বলেন, তার প্রতিবন্দ্বী মেয়ে জান্নাতুল ফেরদৌস(১২) তামিম (১৪) মা লতিফা খাতুন (৮০) ও বোন রিনা আক্তার (৪০) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তার মা লতিফা কে ঢাকায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ২ তারিখে ডাব পাড়াকে কেন্দ্র ইয়াছিন আরাফাত তরুন, ফয়সাল, মানিক শাহনাজ ও পলি সম্মিলিত ভাবেন
হামরা চালায়। এতে জাহাগীর , তার স্তী সাথী আক্তার ও অপর ৩ সন্তান আহত হয়। পাশের বাড়ি রিয়াদ ও সুমন দৌড়ে এসে আহত জাহাগীর ও তার স্তী সাথীকে উদ্বার করে প্রথমে সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্ল্রেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়



































