আল মামুন চৌধুরী
আসন্ন নির্বাচনে গিরে নোয়াখালী বিএনপি'র সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিএনপি ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব দেয়া হয়েছে, একই সাথে নোয়াখালী -৪ আসন সংসদ সদস্য প্রাথী অপর দিকে বরকত উল্লাহ ভুলু কুমিল্লা সমন্বয়, যিনি বেগমগঞ্জ নোয়াখালী -২ আসনের সংসদ সদস্য। যে কারনে এতদ অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক আলোচিত হচ্ছে।
নোয়াখালী ৬ টি নির্বাচন আসন বিএনপি জয় লাভের নানা সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে কথা বলেছন জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারন অর রশিদ আজাদ দি ডেইলি সাউথ এশিয়ান টাইমসে কে বিস্তারিত বলেছেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনুমোদনে পর জেলা কমিটি জেলার ১৭ সাংগঠনিক ইউনিট মধ্যে ১০টি আপডেট কমিটি করা হয়েছে, এসব কমিটিতে ১৬/১৭ আওয়ামী দু:শাসনে ত্যাগী নেতা কে গুরুত্ব দেয়া হয়েছে, ফ্যাসিট হাসিনার আমলে যারা হামলা মামলা শিকার, এসব ত্যাগীদর পদ পদবিতে সুযোগ দিতেছে হাইকমান্ড থেকে নির্দেশনা দেয়া হয়েছে। দলে সাধারণ সদস্য ছাড়া হেভিওয়েটও যোগ দিয়েছে, চলছে নানা মেরুকরণ। বিএনপিও কঠোর সিদ্ধান্ত, দলীয় ইমেজ রক্ষায় নিয়েছে নানা পদক্ষেপ।
হারন অর রশীদ আজাদ বলেন, জনাব তারেক রহমান ২ ফেব্রুয়ারী অনুমোদন দেন। এই স্বল্প সময়ে নির্বাচনে ঘিরে
জেলা কমিটি কাজ করছে , জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর রাজনৈতিক দল। যে কারনে আমাদের মধ্যে প্রতিযোগিতা হচছ, অন্তদ্বন্ত না দলের হাই কমান্ড ও মহাসচিব আদেশ রয়েছে ।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে গিরে আমরা এক যোগে কাজ করছি। বিএনপি ৬ আসনেই জয় লাভ করবে।
জনাব হারন আরো বলেন, বগুড়া পর পর নোয়াখালী অন্যতম সমৃদ্ধ জেলা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত বিরুদ্ধে বা শৃঙ্খলা ভঙের দায়ে ৩ দাফে শান্তিমূলক ব্যবস্থা নিয়েছি, বহিষ্কার, সতর্ক নোটিশ, পদ স্থগিত করা হয়েছ। বিভাগীয় সমন্বয় বা টিম প্রধান সাংগঠনিক তদারকি হিসাবে বিএনপি ভাইস চেয়ারম্যান মোা: শাহজালাল, কুমিল্লায় বরকতউল্লাহ ভুলু। ২ জনই এ জেলার ও সাংসদ সদস্য প্রার্থী। রাজনৈতিক নানা কর্মসূচি ও পুনগঠন জন্য এই হেভিওয়েটদের দায়িত্ব দেয়া হয় বলে তিনি জানান।
আরেক জবাবে তিনি বলেন, নির্বাচনের আগেই দলীয় সিদ্ধান্ত বা শৃঙ্খলা বিদ্রোহীরা ঠিক হয়ে যাবে। একান্ত প্রয়োজন পড়ে, দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে তিনি মন্তব্য করেন।
জনাব হারুনুর রশিদ আজাদ বলেন যেহেতু নোয়াখালী আগামী সিটি কর্পোরেশন আওতায় আসছে । নোয়াখালী মানুষের উন্নয়ন প্রস্তুতি নিচ্ছি নোয়াখালী বিএনপি। ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকারের কারণে অনেক নেতা কর্মী, পরিবার ক্ষতি শিকার। তাদের সহায়তা ও পূর্ণবাসনের চেষ্টা চলছে।
তিনি বলেন, সাংগঠনিক তৎপরতা বন্ধ ছিল যে কারনে নির্বাচন গেলে প্রস্তুতি ও কম ছিল। আমরা এখন দিনরাত কাজ করছি। নির্বাচন গিরে পুরো জেলায় দফা দফা দলের সভার সমাবেশ করা হচ্ছে নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের জন্য পাশে দাঁড়াতে বলা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি দাবী করেন, ১০ ইউনিট ই যথেষ্ট আসন্ন নির্বাচনে বিষয় ভিত্তিক করতে। কোন আসন নিয়ে আমরা চিন্তা করি না। মানুষ সঠিক মূল্যায়নই করবে।





































