সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেন্ট)
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রাষ্ট্রের নাগরিকত্ব বুঝে নেওয়ার দলিল হচ্ছে গণভোট। ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। এসময় তিনি রাজনৈতিক দলের প্রার্থীদেরও সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচার চালানোর জন্য আহবান জানান।
গতকাল সোমবার ( ১৯ জানুয়ারি ) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোটের প্রচার ও গণভোটের প্রচার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, শেখ হাসিনার ব্যয়ের প্রবৃদ্ধিই ছিলো তার আয়ের উদ্দেশ্য। বর্তমান সরকারের উদ্দেশ্যে সেটি নয়। আমাদের উদ্দেশ্য আয়ের উদ্বৃত্ত তৈরি করা। দেশের অপ্রয়োজনীয় ব্যয় আমাদের দায় তৈরি করবে।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে যে দূর্বৃত্তায়ন তৈরি হয়েছিল সে চক্র থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হবে। সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় কাউকে ছাড় নয় বলেও তিনি উল্লেখ করেন।
সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্য দূর হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদ ও প্রশাসন কুক্ষিগত করে মানুষের অধিকার হরণ করেছেন, এই সংশোধনী সেই অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেবে। দেশকে যদি পাঁচ বছর ইনসাফের সঙ্গে পরিচালনা করা যায়, তবে কারও মুখাপেক্ষী হতে হবে না, থাকবে না কোনো বিদেশি শক্তির প্রভাব। এসব নিশ্চিত করতেই সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় নেত্রকোনার জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা গণভোটের প্রচারণায় সঙ্গীতের ন্যায় জনপ্রিয মাধ্যমকে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক নেত্রকোনা মো. সাইফুর রহমান এবং পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো: আনিছুর রহমান এসময় উপস্থিত ছিলেন।





































