আল মামুন চৌধুরী
কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী -৪ আসনে প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেন, খালেদা জিয়া রাজনৈতিকদের জন্য অনুপ্রেরণা, তিনি কখনো বেফাঁস কথা বলতেন না।
মোহাম্মদ শাহজাহান জেলা আইনজীবী মিলনায়তনে জেলা বিএনপি আয়েজিত খালেদা জিয়া স্বরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন।
জেলা বিএনপি আহবায়ক মাহাবুব উদ্দিন আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারন অর রশিদ আজাদ, আবু নাসের, সালউদ্দিন কামরান, আবু হানিফ, ভিপি জসিম প্রমুখ।
মোহাম্মদ শাহজালাল আরো বলেন, রাজনীতিতে খালেদা জিয়া অবদান অতুলনীয়। তিনি বলেন, ২ টি রাজনৈতিক দল মানুষকে ভেটের নামে বিভ্রান্তী করছে।
পরে নিহতের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





































