মোঃ তারিকুল ইসলাম মুন্না স্টাফ রিপোর্টার
পটুয়াখালী পৌর এলাকার নতুন বাজারে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন জিঁউড় আখড়াবাড়ী মন্দিরের পুরোহিত সমীর গাঙ্গুলীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি এবং এলাকা ছাড়তে বাধ্য করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি পটুয়াখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর এসএল–২১১/২৬ ।
জিডি সূত্রে জানা যায়, সমীর গাঙ্গুলী (পিতা—মৃত সুখ রঞ্জন গাঙ্গুলী), পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা। তিনি পটুয়াখালী পৌরসভার নতুন বাজারের সদর রোডে অবস্থিত শ্রী শ্রী মদন মোহন জিউড় আখড়াবাড়ী মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে তার স্ত্রী সন্ধ্যা গাঙ্গুলী বসতঘরের প্রধান দরজার সামনে একটি সাদা খাম দেখতে পান। খামটি খুলে একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। চিঠিতে এক মাসের মধ্যে এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং নারিকেল গাছের গোড়ায় টাকা রেখে যাওয়ার কথা বলা হয়। খামের মধ্যের চিঠিতে আরও বলেছে এ ঘটনা থানায় জানালে এলাকা ছাড়তে বাধ্য করার হুমকিও দেওয়া হয়।
চিঠিতে রাত ৩টার সময় আসার কথাও উল্লেখ ছিল বলে জিডিতে দাবি করা হয়েছে। চিঠিতে “মতিউর রহমান গাজী ও তরুণ বিশ্বাস” নাম স্বাক্ষর থাকলেও অভিযোগকারী তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নন এবং তাদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করেছেন।
চিঠির বিষয়টি জানার পর থেকেই তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে সময় পার করছেন। অজ্ঞাতনামা ব্যক্তিরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে—এই আশঙ্কায় আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পটুয়াখালী থানায় দায়ের করা অভিযোগকারী উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য জোর দাবি করেছেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি বলেন, “ঘটনাটি আমরা সাধারণ ডায়েরিভুক্ত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চিঠির উৎস শনাক্ত এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































