রাজধানীর হাজারীবাগের বছিলা এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ইয়ার আলীসহ আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম মো: সেলিম হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহতরা হলেন- সিএনজি চালক ইয়ার হোসেন (৪২), সালমা আক্তার (২২), মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২) ও রানী বেগম (৪০)। আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
শনিবার সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানার বছিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা করা হয়েছে।
আজ শনিনার দুপুরে ডিএমপির মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুল হক দ্যা ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পথচারী মো. ফাহাদ জানান, আজ সকালে হাজারীবাগ থানার বছিলা ব্রিজের ঢালে বালুভর্তি ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে মো: সেলিম হোসেন (৩৫) নামে একজন ব্যক্তি মারা গেছেন। এঘটনায় অটোরিকশা চালক ইয়ার আলীসহ ৫ জন যাত্রী আহত হন। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। আহত অটোরিকশা চালক ইয়ার আলীর বাড়ি মানিকগঞ্জে। বাকী চার যাত্রীর বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়।
এদিকে, ডিএমপির হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, শনিবার সকালে বসিলা ব্রিজের ঢালে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক একটি অটোরিকশার সিএনজিকে সামনের দিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই সেলিম নিহত হন। আহত হন সিএনজি অটোরিকশার চালক ইয়ার আলীসহ পাঁচজন যাত্রী । পথচারীরা তাদের উদ্বার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ওসি মো: মাহফুজুল হক দ্যা ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে জানান, দুর্ঘটনায় পর বালু ভর্তি ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া
দ্যা ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে জানান, বছিলায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এছাড়া আহত ৪/৫ জন ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন।