পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পড়ে সাইফুল হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি পায়রা বন্দরের ঠিকাদারি চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন সাইফুল। এ সময় তিনি পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির রডের সঙ্গে মাথায় আঘাত পেয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরি দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।