
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ময়মনসিংহ জেলায় ১১টি সংসদীয় আসনে সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ দুই এমপি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এছাড়া তিনটি আসনে রয়েছে নতুন মুখ।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়ন পেয়েছেন জুয়েল আরেং, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, ময়মনসিংহ-৪ (সদর) মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) উপজেলা চেয়ারম্যান আবদুল হাই আকন্দ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আবদুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ (নান্দাইল) মেজর জেনারেল আবদুস সালাম (অব.), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ (ভালুকা) কাজিম উদ্দিন ধনু দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে মনোনয়নবঞ্চিত হওয়া তিন সংসদ সদস্য হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কে এম খালিদ ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আনোয়ারুল আবেদিন খান তুহিন।
ময়মনসিংহ সদর আসনে নতুন মুখ মোহিত উর রহমান শান্ত। তিনি সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে এ আসনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি করে আসছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এবার প্রয়াত বাবার নৌকা ফিরে পেলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।