
ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের ধারাকে অব্যাহত রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর নির্দেশনা।
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইনকে সামনে রেখে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।
২৯/১১/২৩ তারিখ বুধবারে বেলা ১১ টায় ময়মনসিংহের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
তিনি বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিতে বিভিম্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে থাকে মসিক। এ লক্ষ্য অর্জনকে অব্যাহত রাখতে হবে। কিভাবে প্রাকৃতিকভাবে ভিটামিন-এ পেতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।