
বাংলাদেশ পুলিশের আইজিপি কর্তৃক পুরষ্কৃত হল তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের অনন্য নিদর্শন রেখে রেললাইন রক্ষা করা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চার কিশোর।
দেশব্যাপী বিভিন্ন নাশকতামূলক ঘটনার তথ্য পুলিশকে প্রদান করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনগণের অংশীদারীত্বমূলক অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিশেষ অর্থ পুরস্কার ঘোষণা করেন।
এই অনন্য উদ্যোগের সফল পরিক্রমায় গতকাল ২৯ নভেম্বর ২জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন আইজিপি কর্তৃক প্রদত্ত বিশ হাজার টাকার অর্থ পুরস্কার তুলে দেন ময়মনসিংহের নান্দাইলের মুশুল্লী ইউনিয়নের সেই চার কিশোরের হাতে যারা তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের নিদর্শন রেখে রক্ষা করেছিল নাশকতাকারীদের দ্বারা ক্ষতিগ্রস্থ রেললাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম । জেলা পুলিশের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এসব কোমলমতি কিশোরদের অভিজ্ঞতা ও অনুভূতি শ্রবণকালে সকলের মাঝে এক ভিন্ন আবেগ তৈরী হয় যা সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
এসব কিশোরদের পদাঙ্ক অনুসরণ করে জেলার সর্বত্র সকল শ্রেণী-পেশার সাধারণ মানুষ ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে জেলা পুলিশের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আমাদের প্রত্যাশা।
জনমনে ত্রাস সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি অথবা ঘটনা সম্পর্কে উপযুক্ত প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্যাদি জেলা পুলিশ কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১০৪০৯৮ (মোবাইলে অথবা Whatsapp-এ) অবহিত করলে তথ্য প্রদানকারীকে ২০,০০০/=(বিশ হাজার) টাকা অর্থ পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও, জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে যেকোনো থানায় সরাসরি নাশকতার তথ্য প্রেরণ করা যেতে পারে।