
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের দাবী অনুযায়ী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল যোগাযোগে নতুন একটি ট্রেন চালুর পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ‘কালনী এক্সপ্রেস’ ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথের ‘বিজয় এক্সপ্রেস’ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রাবিরতি দেবে।মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক ফোরামের দাবী পূরনে সম্মত হওয়ায় মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র প্রদান করেছেন। জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের নেতৃত্বে নাগরিক ফোরামের নেতা-কর্মীরা এ পত্র দেন। এসময় নাগরিক ফোরামের সভাপতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জেলা প্রশাসককেও তারা ধন্যবাদ জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ,নাগরিক ফোরামের দেওয়ান মারুফ,বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,আতাউর রহমান শাহীন,কমরেড নজরুল ইসলামসহ নেতাকর্মী।