ঢাকা,   শুক্রবার ২৯ মার্চ ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১১ এপ্রিল ২০২৩

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের দাবী অনুযায়ী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল যোগাযোগে নতুন একটি ট্রেন চালুর পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ‘কালনী এক্সপ্রেস’ ও ময়মনসিংহ-চট্টগ্রাম পথের ‘বিজয় এক্সপ্রেস’ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রাবিরতি দেবে।মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। 


প্রধানমন্ত্রী  শেখ হাসিনা নাগরিক ফোরামের দাবী পূরনে সম্মত হওয়ায় মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পত্র প্রদান করেছেন। জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের নেতৃত্বে নাগরিক ফোরামের নেতা-কর্মীরা এ পত্র দেন। এসময় নাগরিক ফোরামের সভাপতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জেলা প্রশাসককেও তারা ধন্যবাদ জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ,নাগরিক ফোরামের দেওয়ান মারুফ,বীর মুক্তিযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,আতাউর রহমান শাহীন,কমরেড নজরুল ইসলামসহ নেতাকর্মী।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়