
জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর সম্মেলনকক্ষে মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজার রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন
লীরা তরফদার, সচিব, জেলা পরিষদ ময়মনসিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ, মোহাম্মদ রায়হানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও উপজেলা চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।
সভায় জেলা প্রশাসক জেলার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সরকারী নির্দেশনাসমূহ সঠিকভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।