
ময়মনসিংহের ফুলপুর থানা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষে গ্রাম পুলিশের মাঝে পুলিশ সুপার ময়মনসিংহ এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে ফুলপুর থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলপুর থানাধীন কর্মরত গ্রাম পুলিশদের মধ্যে চাল (সিদ্ধ ও আতপ), ডাল, পিয়াজ, লুঙ্গী/শাড়ী চিনি, আলু, সেমাই, কাপড়সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ৭২ জন গ্রাম পুলিশকে ঈদ উপহার সামগ্রীর প্যাকেট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পি পিএম পুলিশ সুপার ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর (তদন্ত) বন্দে আলী ও ফুলপুর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ। ঈদ উপহার পেয়ে গ্রাম পুলিশেরা অত্যন্ত খুশি। তারা বলেন এই উপহার দিয়ে ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে দিলো। আমরা ময়মনসিংহ পুলিশ সুপারসহ এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।