
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখাi পৃথক তিনটি অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল, ৪২ আ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশন ও ১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
#অভিযান-১
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাট থানাধীন নতুন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৬ মে ২০২৩ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আলমগীর হোসেন (৩২), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-রণকুটুরা, ২। মোঃ রাশেদুল ইসলাম (৩০), পিতা-মোঃ আরছুব আলী, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-জামগড়া, উভয় থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
#অভিযান-২
এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন কানহর এলাকা থেকে ৬ মে ২০২৩ খ্রিঃ তারিখ ১৮.০০ ঘটিকায় ৪২ অ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফরহাদ (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ ফজিলা খাতুন, সাং-কানহর উত্তর পাড়া, থানা-ত্রিশাল, ২। মোঃ আঃ আজিজ (৩০), পিতা-মৃত আঃ বারেক, মাতা-মোছাঃ রাশিদা খাতুন, সাং-ভাটিবাড়েরা, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন
#অভিযান-৩
এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানাধীন চক লাঙ্গুলিয়া এলাকা থেকে ৬ মে ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আঃ করিম (৬০), পিতা-মৃত বদন খা, মাতা-মৃত মৃত উম্মে কুলসুম, সাং-বয়রা (পাগলার বাজার সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ (ভাসমান) কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ২৫ বোতল ফেন্সিডিল, ৪২ অ্যাম্পল নেশাজাতীয় ইনজেকশন ও ১ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত ৫ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে হালুয়াঘাট, ত্রিশাল ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।