
নীলফামারীতে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল আলিম মাহমুদ উদ্দ্যোগে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে হলরুমে গতকাল রোববার দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।এ চক্ষুশিবিরের উদ্ধোধন করেন, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম।এ চক্ষুশিবিরে নীলফামারী জেলার ডোমার-ডিমলা-জলঢাকা-কিশোরগঞ্জ-সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলার দুস্থ-অসহায়-প্রায় তিন শতাধিক নারী-পুরুষ দীর্ঘদিন ধরে চোখের ছানি অপপারেশনের সঙ্গতী না থাকায় তারা অতি কষ্টে জীবন-জিবিকার সংগ্রাম চালিয়ে আসছিলেন।এসব দুস্থ-অসহায় মানুষের কথা চিন্তা করে বিনামুল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।এ চক্ষুশিবিরের সার্বিক সহযোগিতায় রয়েছেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন।এ চক্ষুশিবিরে জেলা পুলিশের বিভিন্ন দায়িত্বে কর্মরত উর্দ্ধতন পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।