
জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩১/০৫/২০২৩ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব মোহসিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও জনাব নাসিমা আক্তার, প্রধান শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়।