
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), শামীম আহম্মেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের সমন্বয়ক মো. মেজবাউল হক।
ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ করার লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ ও কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), শামীম আহম্মেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের সমন্বয়ক মো. মেজবাউল হক।
এ সময় অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, আবু মো. মোফাজ্জেল ও মো. আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, এ এস এম রওশানুল হক, মো. ইসমাইল, মো. মমিনুল হক, আইসিটি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কারিগারি সহায়তা সরবরাহকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী, ঊর্ধ্বতন নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।