
‘ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করার মানসিকতা থাকতে হবে ব্যবসায়ীদের’
ব্যবসায়ীদের ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করার মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।উন্নয়নশীল দেশে উন্নীতকরণের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের মানসিকতার উন্নয়ন চেয়ে তিনি বলেছেন, আমরা উন্নত দেশ হচ্ছি, মনের দিক থেকেও আমাদের উন্নত হতে হবে। প্রচণ্ড সাহস আমার থাকতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস থাকতে হবে।মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুল্ক বিভাগের সদস্য মো. মাসুদ সাদেক, ভ্যাটনীতির সদস্য জাকিয়া সুলতানা ও আয়কর নীতির সদস্য সামস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।