
রাজধানীর মহাখালী রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নামা তিন পথশিশুর (পুরুষ) প্রাণহানি হয়েছে। তাদের আনুমানিক বয়স ১২/১৩ বছর। নিহতদের পরনে ছিল জিন্স প্যান্ট, গেঞ্জি, থ্রি কোয়াটার প্যান্ট,সাদা ও নীন রঙয়ের শার্ট।
আজ রাতে ঢাকা কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস দ্যা ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে তিন পথ শিশু মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকাল ৭ টার দিকে মহাখালী রেলক্রসিং উড়ালসেতুর নীচে ২৭০ নং পিলারের পাশে রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে তিন পথশিশুদের মরদেহ গুলো শনিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইনচার্জ শ্রী সুনীল চন্দ্র সূত্র ধর দ্যা ডেইলি সাউথ এশিয়ান টাইমসকে
জানান, শনিবার সকাল ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নং পিলার সংলগ্ন উড়ালসেতুর নিচে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ওই তিন পথ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পথশিশুরা রেল লাইন ধরে পায়ে হেঁটে যাবার সময় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী ৪৭, জামালপুর - দেওয়ানগঞ্জগামী এক্রপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই পথশিশুরা ঘটনাস্হলে মারা যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাতনামা ওই পথ শিশুদের মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য আজ সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে নিহত ওই তিন পথ শিশুদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এবিষয়ে ঢাকা কমলাপুর (জিআরপি) থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।