
গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের পর আটক করে কারাগারে পাঠানো হয় দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির অধিকাংশ নেতাকে। এদিকে গ্রেফতার এড়াতে নিশ্চুপ হয়ে যান অধিকাংশ কেন্দ্রীয় নেতা। কেউ কেউ আত্মগোপনেও চলে যান। সরকার পতনের আন্দোলনে দলটি ধারাবাহিকভাবে অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়ে এলেও কেন্দ্রীয় নেতাদের রাজপথে দেখা যায়নি গত এক মাসে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা ও ঢাকার বাইরেই মূলত এসব কর্মসূচি পালন করে আসছিলেন।
গত এক মাস ধরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সড়কে ও ভার্চুয়ালি সরব আছেন। এরপর গত সপ্তাহ দুই ধরে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীও অবরোধ ও হরতাল সমর্থনে ঢাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। তারা ছাড়া অন্য কোনও কেন্দ্রীয় নেতাকে এতদিন যায়নি। তবে মঙ্গলবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় কয়েকজন নেতাকে বিভিন্ন আয়োজনে দেখা গেছে।