ঢাকা,   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

‘বর্ষা’ শুরু হতে যাচ্ছে

প্রকাশিত: ২০:৫৪, ২৯ মে ২০২৩

‘বর্ষা’ শুরু হতে যাচ্ছে

‘বরষা ঋতু এলো, এলো বিজয়ীর সাজে/ বাজে গুরু গুরু আনন্দ ডম্বরু অম্বর মাঝে’— জাতীয় কবির কবিতার মতো বর্ষা আসে প্রতি বছর। আজ ১৫ জ্যৈষ্ঠ। আনুষ্ঠানিক বর্ষা ঋতুর আগমনের বাকি পাক্কা ১৫ দিন। কিন্তু আবহাওয়া অধিদফতর বলছে— আর সপ্তাহখানেকের মধ্যে মৌসুমি বায়ুর আগমন ঘটতে পারে। শুরু হতে পারে বর্ষার দিন।

পঞ্জিকাতে আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত দেশে মৌসুমি বায়ু আগমনের মধ্য দিয়ে বর্ষা মৌসুমের শুরু হয়৷ জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশের টেকনাফ উপকূলে এসে পৌঁছে যেতে পারে এই মৌসুমি বায়ু। যা এখন পর্যন্ত মিয়ানমারের দক্ষিণাঞ্চল পর্যন্ত এগিয়েছে। তিনি জানান, টেকনাফের দিকে জুন মাসের প্রথম সপ্তাহে চলে আসলে ওই এলাকা দিয়ে শুরু হবে বৃষ্টি৷ এরপর ধীরে ধীরে ছড়িয়ে যাবে সারা দেশে। ফলে জুনের মাঝামাঝি সময়ের মধ্যে বৃষ্টি বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমে আসবে বলে আমরা আশা করছি।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়