
গত জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে ১৭০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। গেলো বছরের একই সময়ের তুলনায় এ বছর ডেঙ্গু বেড়েছে পাঁচগুণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। সব বাহিনীসহ সেনাবাহিনীও ডেঙ্গু নিয়ে সতর্কতার জন্য কাজ করছে।