
শনিবার (২৮ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ আর মহাসমাবেশ করবে বিএনপি। পাল্টাপাল্টি এই কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবারের (২৬ অক্টোবর) মতো শুক্রবারও (২৭ অক্টোবর রাজপথে সরব দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। লাঠির মাথায় জাতীয় ও দলীয় পতাকা নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থেকে মিছিল ও শোডাউন করতে দেখা গেছে তাদের।
বিশেষ করে মহাগর, থানা, ওয়ার্ড ও ইউনিটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি রাজপথ পাহাড়া দেওয়ার কথা জানিয়েছে।