ঢাকা,   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

হাসপাতাল ও পরিবহনে ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পাচ্ছে সরকার

সাউথ এশিয়ান টাইমস অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৭ এপ্রিল ২০২৩

হাসপাতাল ও পরিবহনে ধর্মঘট নিষিদ্ধের ক্ষমতা পাচ্ছে সরকার

জনস্বার্থে প্রয়োজন মনে করলে হাসপাতাল ও পরিবহনের মতো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে সরকার। এ সংক্রান্ত একটি বিল আজ জাতীয় সংসদে তোলা হয়েছে।

১৯৫৮ সালের অ্যাসেনসিয়াল সার্ভিসেস (মেইনটেন্স) অ্যাক্ট এবং ১৯৫৮ সালের অ্যাসেনসিয়াল সার্ভিসেস (সেকেন্ড) অর্ডিন্যান্স রহিত করে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল তোলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বিলের নাম দেওয়া হয়েছে ‘অত্যাবশ্যক পরিষেবা বিল–২০২৩’।

আগামী ৩০ দিনের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিলে বলা হয়েছে, সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়