
জেরুজালেমে আল আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পবিত্র আল আকসা মসজিদে স্থানীয় সময় বুধবার ভোরে নিরীহ মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় চরম নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।