
১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ইউরোপা লিগে কোন ছাড় দিবেননা বলে মন্তব্য করেছেন আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা। প্রিমিয়ার লিগের শীর্ষ পয়েন্টধারী গানাররা বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছ
১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ইউরোপা লিগে কোন ছাড় দিবেননা বলে মন্তব্য করেছেন আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা। প্রিমিয়ার লিগের শীর্ষ পয়েন্টধারী গানাররা বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছে। হাতে আছে আর মাত্র ১১টি ম্যাচ।
ইউরোপা লিগ থেকে সরে আসলে গানারদের প্রিমিয়ার লিগ শিরোপার মিশন আরো জোরদার হতে পারে। এতে দলটি পুনর্গঠনের জন্য আরো বেশী সময় পাবে। তবে এই চিন্তার সঙ্গে একমত নন আর্সেনাল বস। কারণ দীর্ঘ দুই দশকেরও বেশী সময় ধরে আটকে থাকা দলটিতে ম্যাচ জয়ের সংস্কৃতি পুনরুদ্ধারের চেস্টা করছেন আর্তেতা।
আগামীকাল বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলর লড়াইয়ের দ্বিতীয় লেগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে আতিথেয়তা দিবে আর্সেনাল। গত সপ্তাহে পর্তুগালে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আর্তেতা বলেন,‘ দুটি টুর্নামেন্টই আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। যে কোন টুর্নামেন্টের জন্য প্রস্তুত হওয়ার সেরা উপায় হচ্ছে আগের ম্যাচে জয় নিশ্চিত করা। এতে পরের ম্যাচের জন্য পর্যাপ্ত আত্মবিশ্বাস ও আবেগ ধরে রাখা যায়।’