স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম একান্ত আলোচনা পর্বে জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কাজের গুণগতমান রক্ষা সহ গ্রামীণ পর্যায়ে উন্নয়ন কর্মকান্ড চলছে। তিনি বরিশাল জেলায় নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগদানের পর স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও বরিশাল জেলা এলজিইডির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।
তিনি এ সভায় সকলকে গ্রামীণ পর্যায় তথা এলজিইডির সর্বস্তরের কর্মকাণ্ডের গুণগত মান রক্ষা সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের প্রতি জোর দেন এবং প্রতিটি কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের কাজ সরজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করনের নিশ্চয়তা প্রধান করেন ।এই মতবিনিময় সভার প্রেক্ষিতে বরিশাল জেলার এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
তিনি আরো বলেন ,প্রতিটি উপজেলায় উপজেলা প্রকৌশলী তার অধীনস্ত প্রকৌশলীসহ অন্যান্য কর্মচারীদের সাথে প্রতিনিয়ত মত বিনিময় করেন এবং কাজের তদারকি সহ অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখেন ,এ প্রেক্ষিতে প্রতিটি উপজেলাই উন্নয়ন কর্মকান্ড তড়িৎ গতিতে চলমান রয়েছে, এছাড়া স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মত বিনিময়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড হয়ে থাকে। বিগত পাঁচই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর কাজের গতি কিছুটা মন্তর হলেও তা বর্তমানে স্থানীয় পর্যায়ে ও ঠিকাদারদের সাথে আলোচনার মাধ্যমে কাজগুলো চলমান রয়েছে। আশা করি এ গতি চলমান থাকলে প্রক্রিয়াধীন সকল কাজগুলোই দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারব।
এলজিইডির কমিশন বাণিজ্যের প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, এ ধরনের বিষয়ে আমার জানা নেই তবে অনেক ঠিকাদার কাজ পাওয়ার পর সাব কন্টাকের মাধ্যমে কাজ বিক্রি করে দেন ,সেখানে তাদের মধ্যে কিছু আর্থিক লেনদেন হয়। এ বিষয়টি মাঝেমধ্যে আমাদের নজরে আসে ,সেক্ষেত্রে আমাদের কাছে কোন তথ্য-প্রমাণ না থাকায় অথবা কেহ কোন অভিযোগ না দেয়ার কারণে আমরা কোন ব্যবস্থা নিতে পারি না। আমার জানা মতে এলজিইডির কোন কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ ধরনের কোন বিষয় নেই।
তিনি আরো উল্লেখ করে বলেন, ই জিবি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ দেওয়া হয় সেক্ষেত্রে ইচ্ছা করলেই কেহ পছন্দসই কোন ঠিকাদারকে কাজ দেওয়ার সুযোগ নেই,এখানে শতভাগ স্বচ্ছতা রয়েছে। আমরা রাষ্ট্র ও জনস্বার্থে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ভবিষ্যতেও শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কাজ বাস্তবায়ন সুনিশ্চিত করার চেষ্টা করব।





































