কুমিল্লার চৌদ্দগ্রামে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সদস্য উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), ডা. তৈফিকুল আলম তারেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, ব্র্যাক ম্যানেজার আবদুল ওয়াহেদ মন্ডল।
সভায় বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু। এসময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আলী হোসেন চেয়ারম্যান, ইসহাক খাঁন, সদস্য আবু তাহের, বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, রাজনীতিবিদ জিএম জাহিদ হোসেন টিপু, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, মাহফুজ আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, এ কে খোকন, আবু তাহের, মোস্তফা কামাল প্রমুখ।