ঢাকা,   শনিবার ২৭ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

মাইজদী শহরে সূলভ মূল্যে গর মাংস ডিম ও দুধ বিক্রি উদ্বোধন। 

প্রকাশিত: ০৭:২২, ২৭ মার্চ ২০২৪

মাইজদী শহরে সূলভ মূল্যে গর মাংস ডিম ও দুধ বিক্রি উদ্বোধন। 

আল মামুন চৌধুরী 
নোয়াখালী জেলা প্রশাসন,  প্রাণীজ সম্পদ  বিভাগ যৌথভাবে মাইজদী শহরে সূলভ মূল্যে  গরুর মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু   করেন। 
জেলা প্রশাসক দেওয়ান  মাহবুবর রহমান সকাল সাড়ে ১১ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় জেলা প্রাণীজ সম্পদ কমকর্তা  কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদসহ পৌরসভা কমকর্তা, প্রাণীজ সম্পদ বিভাগের বিভিন্ন কমকর্তা,  টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  সুশীল সমাজ উপস্থিত ছিলেন। 
প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ১ লিটার দুধ ৮০ টাকা ও এক ডজন ডিম ১১০ টাকা বিক্রি  করা হয়। 
এ সময় নারী পুরুষ লাইন ধরে সংগ্রহ করতে দেখাগেছে। 
তবে গ্রাহকেরা জানিয়েছে যদিও তারা দায়ে পড় সংগ্রহ করছেন, ভাল হত বাজারে দাম কমাতে মনিটরিং জোরধার করা। 
আবার কিছু গ্রাহক সন্তুষ্ট হয়েছেন।
পৌরসভা কমকর্তারা জানিয়েছেন রোজায় মানুষের সুবিধা কথা ভেবে যৌথভাবে  এ আয়োজন করা হয়।
জেলা প্রাণীজ সম্পদ কমকর্তা  কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ জানান, বেশ কিছুদিন আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
 

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়