ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪
ইং তারিখে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে প্রধানমন্ত্রীর উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকর সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি.এম আরিফুল
ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, বীর মুক্তিযোদ্ধাগণ, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সকল শ্রেণীর পেশাজীবীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সর্বজনীন পেনশন স্কিমের জন্য আমরা উপজেলা পরিষদের তৃতীয় তলায় রেজিস্ট্রেশন বুথ করে দিয়েছি, সিঁড়িতে উঠার সময় বিভিন্ন ব্যানার টানিয়ে দিয়েছি, যাতে করে কোন ব্যক্তিই কোন প্রকার হয়রানির শিকার না হয়।
তাছাড়া প্রতি ইউনিয়নে উদ্যোক্তার মাধ্যমে এই সর্বজনীন পেনশন স্কিমের আবেদন করতে পারবে।সোনালী ব্যাংকে মাত্র ১০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দিতে পারবে।
জাতীয় পেনশন স্কিম অনলাইনে আবেদন করা হচ্ছে, রেজিস্ট্রেশন এর জন্য সঙ্গে আনতে হবে, আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, একটি সচল মোবাইল নম্বর, আবেদনকারীর একটি ব্যাংক হিসাব নম্বর, নমিনীর জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের বিভিন্ন উন্নযন মুখী কার্যক্রমের মধ্যে সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ। এখন থেকে কোন মানুষের মনে বৃদ্ধ বয়সে পেনশন না পাওয়ার আক্ষেপ থাকবে না।
নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার ক্যাটাগরিতে পেনশন স্কিম রয়েছে। নিজ নিজ উদ্যোগে সকলকে রেজিস্ট্রেশন করার আহ্বান জানাই।
ফুলপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ
সর্বাধিক জনপ্রিয়