ঢাকা,   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

The South Asian Times | সাউথ এশিয়ান টাইমস

সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেহেরি আয়োজন করেছে নটরডেমিয়ানরা

সাউথ এশিয়ান টাইমস রিপোর্ট

আপডেট: ১১:৫১, ১৬ এপ্রিল ২০২৩

সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেহেরি আয়োজন করেছে নটরডেমিয়ানরা

রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমী  প্রায় সাত শতাধিক খেটে খাওয়া দিনমজুর, রিক্সাচালক,  সুবিধাবঞ্চিত শিশু, নারী-পুরুষের  এর জন্য সেহরির আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন  । 

সেহেরি বিতরণ শুরুর প্রাক্কালে অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের সাবেক সচিব নটরডেমিয়ান মো: জাকির হোসেন   সংক্ষিপ্ত বক্তব্যে মানব কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য  এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান ।  অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফাউন্ডেশন এর   কর্মকর্তারা সেহেরি আয়োজন,  ইফতার বিতরণ, ঈদ উপহার  সহ বিভিন্নরকম জনহিতকর কাজ সবার সহযোগিতায় অব্যাহত রাখার ঘোষণা দেন এবং অনুষ্ঠান আয়োজনে পাশে থাকার জন্য জুম বাংলাদেশকে অভিনন্দন জানান ।   উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ সভাপতি ডাঃ দলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শাহিন, যশোর আওয়ামী লীগ সদস্য নটরডেমিয়ান মোস্তফা আশীষ ইসলাম, রাইফেলস কলেজের সহ অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, বিটিসিএল এর সহ পরিচালক খালেদ ফয়সাল জিতু, নটরডেমিয়ান  শাহ আহমদ  জুবায়ের রাফি, আব্দুল্লাহ আল মামুন, জুম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা শাহিন প্রধান প্রমুখ  ।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়